বিজয় ত্রিপুরা, বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান চিম্বুক রেঞ্জ, গরীব অসহায় শীতার্থ ম্রো জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
ফজলুল হক লন্ডন মঙ্গলবার ও বুধবার ঢাকার শেকড় আয়োজিত ও “ঢাকার শেকড় ” এর ট্রাস্টি মোতালেব মাশরাকি উপস্থিত থেকে সার্বিক ও সহযোগিতা ও পর্যালোচনা করেন। বান্দরবান আসনের বিএনপি মনোনয়ন প্রাপ্ত সাচিং প্রু জেরির সহযোগিতায় বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল চিম্বুক রেঞ্জ এর দেওয়াই হেডম্যান পাড়া , ১২ মাইল , ১৬ মাইল , ক্রাপু পাড়া , লাইমি পাড়া ও থোয়িংগা পাড়ায় পাহাড়ী দুস্থদের মাঝে শীত বস্র কম্বল বিতরন করা হয় সাথে কৃতজ্ঞতায় সিটি ব্যাংক ও বান্দরবান জেলা ৩০০ নং আসনে ধানের শীষে মনোনীত পদপ্রার্থীর রাজ পুত্র সাচিং প্রু জেরি নেতৃত্বে আয়োজনে ঢাকার শেকড়,সবুজায়ন ও সামাজিক সংগঠন কে একটি ট্রাক, দুইটি জীপ,বাটারবন ও জিলাপি সহ দুস্থদের মাঝে সহযোগিতা সার্বিক সহযোগিতা করেন। বান্দরবান জেলা যুবদল নেতা উমংচিং মারমা সহ সাধারণ সম্পাদক, বিজয় ত্রিপুরা কৃষক দলের সদস্য সচিব, মংক্যপ্রু মারমা, হ্লাচিং মারমা, মধুচন্দ্র ত্রিপুরা আরও উপস্থিত ছিলেন মেনয়াং ম্রো, রেনপর ম্রো কারবারি, ঙানরাও ম্রো দুর্গম এলাকায় তীব্র শীতের মাঝে এলাকার গরীব অসহায় মানুষেরা শীত বস্র কম্বল পেয়ে আনন্দে সাথে কৃতজ্ঞা প্রকাশ করেন। ঢাকার শেকড়,সবুজায়ন ও সামাজিক সংগঠন বলেন,আগামী দিনেও বান্দরবান জেলা প্রতিটি উপজেলাতে দুর্গম এলাকায় গরীব,অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল নিয়ে পাশে থাকবে আশ্বাস দেন।










