চৌধুরী মোহাম্মদ সুজন, লামা প্রতিনিধ :
বান্দরবানের লামা উপজেলায় পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ইটভাটাকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
অভিযান চলাকালে এবিসি-২, বিবিএম, 4MB এবং এসএসবি—এই চারটি ইটভাটাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধন), ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার প্রমাণ পাওয়ায় প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইট উৎপাদন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশ দূষণসহ বহু অনিয়মের কারণে ইটভাটাগুলোকে জরিমানার আওতায় আনা হয়েছে।
অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ভাটা নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











