বান্দরবান প্রতিনিধি:
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এনসিপি বান্দরবান জেলার নবগঠিত আহবায়ক কমিটি।
আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে বান্দরবান শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে নবগঠিত কমিটির আহবায়ক মং সা প্রু (চৌধুরী) এবং সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে জেলার সবগুলো থানা ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু করা হবে।
এ সময় নবগঠিত আহবায়ক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা কমিটির নেতারা আশা প্রকাশ করেন যে নতুন কমিটির মাধ্যমে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।











