স্টাফ রিপোর্টারঃ বিজয় ত্রিপুরা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বান্দরবানে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জেলা কৃষক দলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভুইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও আবুল হাসেম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু বক্কর ও হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীসহ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে করে আসছে।দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষককে বাঁচাতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সম্ভব নয়।
অনুষ্ঠানের শেষে আরও বলেন, দেশ ও জাতি এবং কৃষকদের শুভ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বান্দরবান জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল আলিম। আপোষহীন দেশনেত্রী তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় করেন।











