চৌধুরী মোহাম্মদ সুজন, লামা প্রতিনিধি ।
দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লামা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দে এবং লামা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সঞ্জয়। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব,এন সি পি নেতা নাজমুল হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, অধিবাসী ও প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্র বিস্তারে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও জোরদার করতে হবে। রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে তাদের সম্মান, সহযোগিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।











