চৌধুরী মোহাম্মদ সুজন, লামা বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধ ও নিয়ন্ত্রণবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে লামা ট্রাফিক পুলিশ। বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সোমবার (২৯ ডিসেম্বর) লামা উপজেলার ইয়াংছা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে মোট তিনটি মামলা দায়ের করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শিমুল দেব নাথ। এ সময় অভিযানে আরও অংশগ্রহণ করেন এএসআই খাইরুল, কনস্টেবল মো. কাদের, কনস্টেবল শামীমসহ লামা ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










