, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আলীকদম সেনা জোনের সফল অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার রামুতে সেনা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গূলিসহ এক নারী আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিক আটক বান্দরবানে রান্নার গ্যাসের সংকট: অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বান্দরবান চিম্বুক রেঞ্জ, গরীব অসহায় শীতার্থ ম্রো জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে বই, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ বান্দরবানে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ বান্দরবান সংসদীয় ৩০০নং আসনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল লামায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান বান্দরবানে ১১ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেফতার, একজন পলাতক

বান্দরবানে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

  • প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৯ পড়া হয়েছে

রনি সিকদার,  বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবানে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা সদরের বিভিন্ন খুচরা দোকানে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার না থাকায় অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, সংকটের অজুহাতে দোকানিরা অতিরিক্ত অর্থ আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বান্দরবান বাজারের বাসিন্দা মো. বাদশা অভিযোগ করে বলেন, ৪ নম্বর ওয়ার্ডের একটি দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে তাকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে, অথচ সরকার নির্ধারিত মূল্য এর চেয়ে অনেক কম।

স্থানীয় বাসিন্দা মো. নজরুল জানান, বান্দরবানে গ্যাস সিলিন্ডারের সংকটের বিষয়টি অনেকেই জানেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় সাধারণ মানুষকে জিম্মি করছে।

মধ্যম পাড়ার বাসিন্দা ক্যাচিং মারমা বলেন, সকালে ৪ নম্বর ওয়ার্ডের একটি প্রতিষ্ঠান থেকে গ্যাসসহ একটি নতুন সিলিন্ডার কিনতে তাকে ২ হাজার ৭০০ টাকা দিতে হয়েছে। বাধ্য হয়ে কিনতে হলেও এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানান তিনি।

এদিকে অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে অনেক ব্যবসায়ী সকাল থেকেই দোকান বন্ধ রাখছে। আবার পরিচিত ব্যক্তিদের কাছে সীমিত সংখ্যক সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হচ্ছে।

গ্যাস সিলিন্ডারের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়ার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের কয়েকটি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে নামানো হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

আলীকদম সেনা জোনের সফল অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

error: Content is protected !!

বান্দরবানে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

রনি সিকদার,  বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবানে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা সদরের বিভিন্ন খুচরা দোকানে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার না থাকায় অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, সংকটের অজুহাতে দোকানিরা অতিরিক্ত অর্থ আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বান্দরবান বাজারের বাসিন্দা মো. বাদশা অভিযোগ করে বলেন, ৪ নম্বর ওয়ার্ডের একটি দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে তাকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে, অথচ সরকার নির্ধারিত মূল্য এর চেয়ে অনেক কম।

স্থানীয় বাসিন্দা মো. নজরুল জানান, বান্দরবানে গ্যাস সিলিন্ডারের সংকটের বিষয়টি অনেকেই জানেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় সাধারণ মানুষকে জিম্মি করছে।

মধ্যম পাড়ার বাসিন্দা ক্যাচিং মারমা বলেন, সকালে ৪ নম্বর ওয়ার্ডের একটি প্রতিষ্ঠান থেকে গ্যাসসহ একটি নতুন সিলিন্ডার কিনতে তাকে ২ হাজার ৭০০ টাকা দিতে হয়েছে। বাধ্য হয়ে কিনতে হলেও এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানান তিনি।

এদিকে অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে অনেক ব্যবসায়ী সকাল থেকেই দোকান বন্ধ রাখছে। আবার পরিচিত ব্যক্তিদের কাছে সীমিত সংখ্যক সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হচ্ছে।

গ্যাস সিলিন্ডারের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়ার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের কয়েকটি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে নামানো হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।